‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা- অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই শ্লোগানকে সামনে রেখে বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৫ই জুন সকালে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়।
উপজেলার সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আরেফিন সিদ্দিকী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার প্রানোবেন্দ্রো মজুমদার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সজল কুমার সোম, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু ও বহরপুর ইউনিয়ন পরিষদের সচিব রোকনুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।