ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ী কারাগারে এক হাজতীর মৃত্যু
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১০-১৩ ১৫:১৬:৫০

রাজবাড়ী জেলা কারাগারে হাসমত শেখ (৫৫) নামে এক হাজতী মৃত্যু হয়েছে। সে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামী ছিল। 
  জেলা কারাগারের জেলার মোঃ মামুন অর রশিদ জানান, গত ৩০শে সেপ্টেম্বর একটি ধর্ষণের চেষ্টা মামলায় আদালতের মাধ্যমে হাসমত শেখকে কারাগারে পাঠানো হয়। গত ৪/৫ দিন ধরে তার আচরণ অস্বাভাবিক ছিল। সে কারণে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। এ অবস্থায় গতকাল ১৩ই অক্টোবর ভোর রাতে হঠাৎ অবস্থার অবনতি হলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানোর সময় তার মৃত্যু হয়।
  রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাইরান জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য তার মৃতদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
   উল্লেখ্য, মৃত হাসমত শেখ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের খানখানাপুর দত্তপাড়া গ্রামের মৃত জয়নাল শেখের ছেলে। প্রতিবেশী ৫ বছর বয়সী একটি মেয়ে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিশুটির পিতা বাদী হয়ে গত ২৭শে সেপ্টেম্বর হাসমত শেখের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করে। এর ২দিন পর মামলার তদন্তকারী কর্মকর্তা খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই জাফর ইকবাল তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠায়।  

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ