রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ পিপিএম(সেবা) বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে দৌলতদিয়া ঘাটে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। গোয়ালন্দ ঘাট থানা পুলিশ, ডিবি পুলিশ, ট্রাফিক পুলিশ, ডিএসবি ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা কাজ করবে। ঘরমুখো মানুষের যাত্রা যেন নির্বিঘ্ন হয় সেটির জন্য আমরা চেষ্টা করবো। আমরা নিশ্চিত করতে চাই মানুষের এই যাত্রা যাতে নির্বিঘ্ন হয়। অত্যন্ত আনন্দে মানুষ তার স্বজনের কাছে ফিরে গিয়ে যেন ঈদ পালন করতে পারে সেই ব্যাপারে আমরা সর্বোচ্চটা দিয়ে কাজ করবো।
গতকাল ৬ই জুন দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
পুলিশ সুপার বলেন, রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে এবারও পর্যাপ্ত প্রস্তুতি থাকবে। বিশেষ করে আমাদের দৌলতদিয়া ঘাটে যে চ্যালেঞ্জটি আছে সেটি হচ্ছে যাত্রী পারাপার করে ফেরী অথবা লঞ্চে এপারে এসে নতুন করে যারা গন্তব্যে যাবে তাদের জন্যই মূলত আমাদের প্রস্তুতি। গত ঈদে আমরা দৌলতদিয়া ঘাটে মৌসুমি কাউন্টার নির্ধারণ করে দিয়েছিলাম। ১০টি কাউন্টারের মাধ্যমে বিভিন্ন গন্তব্যের যে সমস্ত যাত্রীরা গমনাগমন করেছে তাদের ভাড়ার হার নির্ধারণ করে দিয়েছিলাম। প্রত্যেকটি অংশীজনের সাথে কথা বলে আমরা সেটি নির্ধারণ করেছিলাম। এখানে ছোট ছোট কিছু বিষয়ে থাকে যানজট নিয়ে যে সমস্যাটা থাকে সেটা নিয়ে আমাদের প্রস্তুতি রয়েছে। আমাদের আউটগোয়িং যে রাস্তাটা আছে সেটা সার্বক্ষণিকভাবে যানজটমুক্ত থাকে সে বিষয়ে আমরা কাজ করবো।
তিনি আরও বলেন, ঈদযাত্রায় যখন মানুষের ভিড়টা বাড়ে তখন ছিনতাইয়ের প্রবণতা বেড়ে যায়। ছিনতাইরোধ করতে আমাদের আলাদা প্রস্তুতি রয়েছে। আমরা মোটর সাইকেল পেট্রোলিং করবো, মোবাইল পেট্রোলিং করবো। যাতে ঘাট এলাকায় কোন যানজট তৈরি হলে আমরা সেটা দ্রুত নিরসন করতে পারি। ছিনতাই ও রাত্রীকালীন কোন দূর্ঘটনা যাতে না ঘটে সেজন্য আমাদের বিশেষ ব্যবস্থা থাকবে। বাংলাদেশ পুলিশ বিভিন্ন উৎসবকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। বিশেষ করে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করার জন্য আমাদের পর্যাপ্ত প্রস্তুতি থাকে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে আমরা নির্দেশনা পেয়েছি। এছাড়াও রেঞ্জ অফিস আমাদের সার্বিকভাবে তদারকি করছে এবং নির্দেশনা দিচ্ছে। আশা করছি মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবে এবং ঈদ শেষ করে আবার একইভাবে কর্মস্থলে ফিরতে পারবে।
এর আগে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে গতকাল ৬ই জুন দুপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম(বার), পিপিএম এর সাথে ভার্চুয়াল সভায় নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে যুক্ত হন পুলিশ সুপার। সভায় পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে ঈদ পূর্ব, ঈদের দিন এবং ঈদ পরবর্তী করণীয় সংক্রান্তে রাজবাড়ী জেলা পুলিশের সার্বিক আইন-শৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম।
এ সময় সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) স্বপন কুমার মজুমদার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ ইফতেখারুল আলম প্রধান, ডিবির ওসি মোঃ মনিরুজ্জামান খান, ট্রাফিক পুলিশ পরিদর্শক তারক চন্দ্র পাল, রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক লিটন, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি মোঃ আক্তারুজ্জামান হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।