ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
গোয়ালন্দে যৌনপল্লীর শিশুদের নিরাপদ বসবাস নিশ্চিতকরণে ওয়ার্কশপ অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৬-০৭ ১৬:৩৯:১৬

রাজবাড়ী জেলার গোয়ালন্দে যৌনপল্লীর শিশুদের নিরাপদ বসবাস নিশ্চিতকরণে গত ৬ই জুন দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে মুক্তি মহিলা সমিতির আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এ্যাডভোকেসি ইস্যু শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

 মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মোছাঃ মর্জিনা বেগমের সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র।

 মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর মোঃ আতাউর রহমান মঞ্জুর সঞ্চালনায় ওয়ার্কশপে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সালমা বেগমসহ এনজিও কর্মী, শিক্ষক, বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

 বক্তারা যৌনপল্লীর শিশুদের স্বাভাবিক জীবন যাপন, নিরাপদ জীবন যাপন, যৌনকর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোকপাত করেন।

 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ