বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ৭ই জুন সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ রুমে গ্রীষ্মকালীন টমেটো ও পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন লাভজনক পদ্ধতিতে গ্রীষ্মকালীন টমেটো ও পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির কর্মসূচি পরিচালক রেজওয়ানা রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর অঞ্চলের মসলা গবেষণা উপ-কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আলাউদ্দিন খান বক্তব্য রাখেন।
জানা গেছে, গত বছরে বালিয়াকান্দি উপজেলা বিভিন্ন ইউনিয়নের ১২হাজার হেক্টর জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও টমেটো চাষ করে কৃষকেরা। তাতে ভালো ফলন হওয়ায় এবারো গ্রীষ্মকালীন পেঁয়াজ করতে আগ্রহী তারা।