ঢাকা শনিবার, জুলাই ২৭, ২০২৪
রাজবাড়ীতে শিশুদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনীতে সনদপত্র বিতরণ
  • সুজন কুমার বিষ্ণু
  • ২০২৪-০৬-১০ ১৮:০৪:৪৪

রাজবাড়ী সুইমিংপুলে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় গতকাল ১০ই জুন সকালে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনীতে সনদপত্র বিতরণ করা হয়েছে।

 সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত সাঁতারুদের হাতে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।

 অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব বক্তব্য রাখেন। 

 অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি। 

 এ সময় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গোলাম মওলাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, সাঁতার হচ্ছে শ্রেষ্ঠ ব্যায়াম। সাঁতার কাটলে শরীরের সকল মাংসপেশী নড়াচড়া করে। আমরা দিনে দিনে স্মার্ট ফোনের প্রতি বেশি আসক্ত হয়ে গেছি। আমরা বাচ্চাদের খেলাধুলা করতে দেই না, আবার নিজেরা খেলাধুলা করি না। আমাদের শরীর ঠিক রাখতে নিয়মিত খেলাধুলা করতে হবে। শারীরিক চর্চা করতে হবে। শরীর চর্চা বা খেলাধুলা হচ্ছে শরীরের খোরাক, আর সংস্কৃতি চর্চা হচ্ছে মনের খোরাক। আমাদের স্মার্ট নাগরিক হতে হলে লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা করতে হবে খেলাধুলা করতে হবে, সচেতন থাকতে হবে।

 আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষণ প্রাপ্ত ৪৬জন সাঁতারুর হাতে সনদপত্র তুলে দেন।

রাজবাড়ীতে ১৬ ঘন্টা কারফিউ শিথিল॥জনজীবনে ফিরছে স্বস্তি
টিকিট ফেরতসহ রেলওয়ের ক্ষয়ক্ষতি ২২ কোটি টাকা----রেলপথমন্ত্রী
বসন্তপুরে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালকের বিরুদ্ধে নারী যাত্রীকে ধর্ষণ চেষ্টা
সর্বশেষ সংবাদ