রাজবাড়ী কালেক্টরেটের সম্মেলন কক্ষে গতকাল ১২ই জুন দুপুরে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার ২০২৩-২০২৪ অর্থ বছরের জেলা মনিটরিং কমিটি এবং মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জেলা মনিটরিং কমিটির সভা জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, রাজবাড়ী জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এস.এম হাফিজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন, ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও জজ কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মোস্তফা সিরাজুল কবিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।