ঢাকা বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
গোয়ালন্দে ভোক্তা অধিকারের অভিযানে দুইটি বিরিয়ানী হাউজকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-১০ ১৬:২১:১৯

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বড় বাজারে গতকাল ১০ই মার্চ দুপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধের দুই বিরিয়ানি হাউজকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
 জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয় তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোয়ালন্দ বাজারে তদারকি অভিযান পরিচালনা করে। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে “হাজী বিরিয়ানী হাউস”-কে ৫হাজার টাকা  ও “হাজী কাচ্চি বিরিয়ানী হাউজ”-কে ৫হাজার টাকা জরিমানা করা হয়।
 অভিযানে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা স্যানেটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক, জেলা পুলিশের এএসআই রঞ্জিত কুমারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
 ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

 

পাংশা উপজেলার ৪০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
চন্দনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল  এন্ড কলেজের ৬ শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা
সর্বশেষ সংবাদ