ঢাকা বুধবার, মার্চ ১২, ২০২৫
রাজবাড়ীতে ধর্ষকের ফাঁসির দাবীতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-১০ ১৬:২২:৫২

‘ধর্ষকদের বিরুদ্ধে, ঐক্য গড়ো একসাথে, বাংলাদেশে আইন চাই, ধর্ষকের ফাঁসি চাই’ এই শ্লেøাগানকে সামনে রেখে সারাদেশের সকল ধর্ষকদের বিচার চেয়ে রাজবাড়ীতে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
 গতকাল ১০ই মার্চ দুপুরে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। পরে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যায় শিক্ষার্থীরা। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাশেদ, মূখ্য সংগঠক হাসিবুল ইসলাম শিমুল, মুখপাত্র রাজিব মোল্লা, দিলরুবা দিশা, মেহেদী রাকিবুল, শান্ত, শুভ ও সাফায়েত ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
 এ সময় বক্তারা বলেন, দেশে একের পর এক নারীরা ধর্ষণ হচ্ছে। কিন্তু আমরা সেগুলো কোন বিচার পাচ্ছি না। আমরা দেখেছি ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিলো ২০১৮ সালের নির্বাচনে তখন শুধুমাত্র ধানের শীষে ভোট দেওয়ার কারণে এক নারীকে ধর্ষণ করে নির্যাতন করে হত্যা করা হয়েছিলো। কিন্তু সেই ধর্ষণের কোন বিচার আমরা পাইনি। কারণ তারা আওয়ামী সরকারের পৃষ্ঠপোষকতায় ছিলো। কিন্তু এখন আমরা দেখছি সারাদেশে নারীরা ধর্ষিত হচ্ছে। কিন্তু এখনতো ফ্যাসিবাদ আওয়ামী সরকার নেই। তাহলে এসব ধর্ষকদের ধরে বিচারের আওতায় নিয়ে আসা হোক। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এখন দেশে কোন নির্বাচিত সরকার নেই। এই অন্তবর্তীকালীন সরকার যদি ধর্ষকদের বিচার করতে না পারে আমরা ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারকে যেভাবে হটিয়েছি সেইভাবে এই ধর্ষকদের এই বাংলা থেকে বিতাড়িত করবো।

 

দুর্যোগ মোকাবিলায় আমাদেরকে সচেতন ও সতর্ক থাকতে হবে---জেলা প্রশাসক
রাজবাড়ীতে ধর্ষকের ফাঁসির দাবীতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
রাজবাড়ীর বসন্তপুর যুবলীগের সভাপতিসহ ৩জন কারাগারে
সর্বশেষ সংবাদ