উন্মুক্ত লটারীর মাধ্যমে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নে প্রাথমিকভাবে খাদ্যবান্ধব কর্মসূচীর নতুন ২৭ জন ডিলার চূড়ান্ত করা হয়েছে।
গতকাল ১০ই মার্চ দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ডিলার নিয়োগ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজের সভাপতিত্বে ও কমিটির সদস্য সচিব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তারিকুল ইসলামের সঞ্চালনায় এই উন্মুক্ত লটারী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় লটারী অনুষ্ঠান কমিটির সকল সদস্যবৃন্দ, উপজেলার ৭টি ইউনিয়নের আবেদনকারী, জনপ্রতিনিধি, সংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় মাসে এক বার ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরু হবে। সেই কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে ডিলার নিয়োগের প্রাথমিক কার্যক্রম লটারীর মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।
উন্মুক্ত লটারীতে ১নং রতনদিয়া ইউনিয়নের ৫টি পয়েন্টের মধ্যে রতনদিয়া বাজার হাসপাতাল রোড পয়েন্টে বাবুল হোসেন, স্টেশন বাজার পয়েন্টে হানিফ মন্ডল, রুপসা স্লুইসগেট বাজার পয়েন্টে বাদশা শেখ, মাধবপুর বাজারে পয়েন্টে তৈয়ব আলী খান ও সাভাড়িয়া পাড়া বাজার পয়েন্টে আয়নাল কবির মিশন ডিলার নির্বাচিত হন।
কালিকাপুর ইউনিয়নের ৩টি পয়েন্টের মধ্যে হরিণবাড়িয়া বাজার পয়েন্টে মুন্নু শেখ, রায়নগর স্লুইসগেট বাজার পয়েন্টে কুদ্দুস মিয়া ও কালিকাপুর বাজার পয়েন্টে মোছাঃ ছালমা খাতুন ডিলার নির্বাচিত হন।
বোয়ালিয়া ইউনিয়নের ৪টি পয়েন্টের মধ্যে বোয়ালিয়া মোড় বাজার পয়েন্টে রুবেল ফেরদৌস, মহিলা কলেজ রোড পয়েন্টে মনিরুজ্জামান খান, পাইকাড়া বাজার পয়েন্টে মোছাঃ শারমিন আক্তার ও বাংলাদেশ হাট বাজার পয়েন্টে আবু তালেব ডিলার নির্বাচিত হন।
মাজবাড়ী ইউনিয়নের ৩টি পয়েন্টের মধ্যে সোনাপুর বাজার পয়েন্টে মোস্তফা শেখ, শমসের মার্কেট বাজার পয়েন্টে রফিকুল ইসলাম ও মোহনপুর বাজার পয়েন্টে মনিরুল ইসলাম ডিলার নির্বাচিত হন।
মদাপুর ইউনিয়নের ৩টি পয়েন্টের মধ্যে মদাপুর বাজার পয়েন্টে মোশারফ বিশ্বাস, গান্ধীমারা বাজারের পশ্চিম পয়েন্টে হাবিবুর রহমান ও গান্ধিমারা বাজারের পূর্ব পয়েন্টে জাহাঙ্গীর হোসেন ডিলার নির্বাচিত হন।
মৃগী ইউনিয়নের ৪টি পয়েন্টের মধ্যে শিকজান বাজার পয়েন্টে আদর আলী শেখ, নিয়ামতপুর বাজার পয়েন্টে মোঃ এহসান আহম্মেদ, বড়কলকিয়া বাজারের দক্ষিণ পয়েন্টে ওসমান গনি মন্ডল ও বড়কলকিয়া বাজারের উত্তর পয়েন্টে মোঃ জাহাঙ্গীর আলম রানা ডিলার নির্বাচিত হন।
সাওরাইল ইউনিয়নের ৫টি পয়েন্টের মধ্যে পাতুরিয়া বাজার পয়েন্টে জাকির হোসেন, বি-কয়া বাজার পয়েন্টে মোঃ রহিম উদ্দিন, লাড়িবাড়িয়া বাজার পয়েন্টে সজিব হোসেন, বাহের মোড় বাজার পয়েন্টে মোঃ রফিকুল ইসলাম ও ফুলতলা বাজার পয়েন্টে মোঃ উজ্জ্বল ডিলার নির্বাচিত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ জানান, কমিটি কর্তৃক আবেদনপত্র যাচাই-বাছাই ও প্রকাশ্যে লটারীর মাধ্যমে উপজেলা পর্যায়ে ডিলার নিয়োগের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। লটারিতে যারা নির্বাচিত হয়েছেন তাদের নামের তালিকা জেলা পর্যায়ে পাঠিয়ে দেওয়া হবে। জেলা কমিটি প্রাথমিকভাবে বিজয়ী ডিলারদের নামের তালিকার চুড়ান্ত অনুমোদন দিলেই আমরা ডিলারদের চুড়ান্ত নিয়োগ প্রদান করবো। আর চুড়ান্তভাবে নিয়োগের পর থেকে ডিলাররা তাদের কার্যক্রম শুরু করবে।