“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা গতকাল ১০ই মার্চ সকাল ১১টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন। রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আবু রাসেলসহ অন্যান্য বক্তব্য রাখেন।
এ সময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জুন বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী গোলাম আহমদ, জেলা সমবায় কর্মকর্তা সেলিনা পারভীন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আসিফুর রহমান, জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ জাকির হোসেনসহ বিভিন্ন সরকারী দপ্তরের দপ্তর প্রধান ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, দুর্যোগ নিয়ে আমাদের প্রত্যেককেই যার যার জায়গা থেকে সতর্ক থাকতে হবে। যে কোন দুর্যোগ মোকাবিলা করার জন্য আমাদের পূর্ব প্রস্তুতি থাকতে হবে। আমরা যে যেখানেই বসবাস করি যতটুকুই নিজের ক্যাপাসিটির মধ্যে আছে ততটুকু নিজ আয়ত্বে রেখে যে ধরনের সংস্থা জড়িত দুর্যোগ মোকাবিলায় তাদের নাম্বার সংরক্ষণ করে রাখতে হবে। মূলত সৃষ্টিকর্তা হচ্ছে আমার সার্বিক রক্ষা করার মালিক। কিন্তু তারপরও আমাদের যার যার জায়গা থেকে সচেতন থাকতে হবে। আমাদের চেষ্টা ও আমাদের পূর্ব প্রস্তুতিতে যেনো ঘাটতি না থাকে সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। সৃষ্টিকর্তা আমাদের ভালো রাখুক ও আমাদের রাজবাড়ীবাসীকে ভালো রাখুক।