ঢাকা মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫
পাংশায় উন্মুক্ত লটারীর মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নির্বাচন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-১০ ১৬:২৩:৩৫

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ১০ই মার্চ দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উন্মুক্ত লটারীর মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির উপজেলার ১০টি ইউনিয়নের ৩৩জন ডিলার নির্বাচন করা হয়েছে।
 উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের উদ্যোগে গতকাল সোমবার দুপুর ১২টায় ডিলার নির্বাচন সভায় উন্মুক্ত লটারীর মাধ্যমে ডিলার নির্বাচন করা হয়।
 পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এ.কে.এম. শাহনেওয়াজ, কৃষি কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আসলাম হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম ও ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোদাচ্ছের হোসেন সভা মঞ্চে উপস্থিত ছিলেন।
 সভায় পাংশা উপজেলা বিএনপির সভাপতি ও যশাই ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান রাজা, পাংশা পৌর বিএনপির সভাপতি, পাংশা শিল্প ও বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদার, পাংশা শিল্প ও বণিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরদার, পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সুলতান মাহমুদ, পাংশা পৌর জামায়াতে ইসলামীর আমীর কাজী ফরহাৎ জামিল (রুপু কাজী) ও পাংশা পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী খোন্দকার আব্দুল হামিদসহ ডিলার নিয়োগের আবেদনকারী ব্যক্তিগণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 পাংশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয়ের সূত্র জানায়, পাংশা উপজেলার ১০টি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের জন্য ২১৩ জন আবেদন করে। বাছাইতে ৭৮টি আবেদনপত্র বাতিল হয়। ১৩৫টি আবেদনপত্রের উন্মুক্ত লটারীর মাধ্যমে ৩৩টি আবেদন চূড়ান্ত করা হয়।

 

পাংশায় উন্মুক্ত লটারীর মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নির্বাচন
গোয়ালন্দে ভোক্তা অধিকারের অভিযানে দুইটি বিরিয়ানী হাউজকে জরিমানা
কালুখালীতে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগে লটারী অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ