রাজবাড়ী জেলার পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটে গতকাল ১৩ই জুন “কারিগরি শিক্ষাই শক্তি, বেকারত্বের মুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষক সমাবেশ ও কারিগরি শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটের সভাপতি হাফেজ মাওলানা বাকী বিল্লাহ’র সভাপতিত্বে এবং ইন্সটিটিউটের ইংলিশ ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলামের উপস্থাপনায় আলোচনা সভায় শিক্ষার্থীদের কারিগরি শিক্ষামুখি করার গুরুত্বারোপ করে পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ আঃ জলিল, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, হোসেনডাঙ্গা নিলুফার রফিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আঃ আজিম ও পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটের হেড ইন্সট্রাক্টর (সিভিল) নিলুফার ইয়াসমীন প্রমূখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা বাকী বিল্লাহ বলেন, বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্ব দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। এ শতাব্দিতে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির যে উন্নতি সাধিত হয়েছে তা সমগ্র বিশ্বকে গ্লোবাল ভিলেজে পরিণত করেছে।
তিনি বলেন, উন্নত ও আত্মনির্ভরশীল জাতি গঠনে দক্ষ কর্মীর বিকল্প নাই। অর্থনৈতিক সমৃদ্ধশীল জাতি গঠনে তরুণ প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে অনগ্রসর বিপুল জনগোষ্ঠিকে দক্ষ জনসম্পদে পরিণত করতেই পাংশায় প্রতিষ্ঠিত হয়েছে “পাংশা পলিটেকনিক ইন্সটিটিউট”। আমাদের পেশাজীবী মনোভাব ও দক্ষ শিক্ষকমন্ডলী এবং শিক্ষক সমাজের আন্তরিক সহযোগিতায় পাংশা পলিটেকনিক ইন্সটিটিউট দক্ষ মানব সম্পদ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ।
অন্যান্য বক্তারা বলেন, পাংশা শহরের মালেক প্লাজায় ইঞ্জিনিয়ার মোঃ আঃ জলিল এবং হাফেজ মাওলানা বাকী বিল্লাহ’র নেতৃত্বে অভিজ্ঞ ইন্সট্রাক্টদের সমন্বয়ে পাংশা পলিটেকনিক ইন্সটিটিউট নতুন আঙ্গিকে যাত্রা করে প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা প্রদানে ব্যাপক অবদান রেখে চলেছে। ছাত্র-ছাত্রীরা যাতে কারিগরি শিক্ষা নিয়ে লব্দ জ্ঞান কাজে লাগিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ তথা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে সেক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটের বিভিন্ন শাখার ইন্সট্রাক্টরগণ এবং পাংশার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কারিগরি শাখার শিক্ষকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।