রাজবাড়ীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে গতকাল ১৩ই জুন দিনব্যাপী জেলা পর্যায়ে ‘শিল্পকলা প্রতিযোগিতা ২০২৪’-এর প্রতিযোগিতা, সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি আবু কায়সার খান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
গোলাম মর্তুজা সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ, জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক ও সম্মলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি অসীম কুমার পাল উপস্থিত ছিলেন।
এ সময় চিত্রাঙ্কন, সাধারণ নৃত্য, লোক নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আবৃত্তি, গণজাগরণের গান, লোকসংগীত, একক অভিনয়সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।