ঢাকা বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
রাজবাড়ীতে শিল্পকলা প্রতিযোগিতায় পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত
  • মাহফুজুর রহমান
  • ২০২৪-০৬-১৩ ১৫:২৪:২৭

রাজবাড়ীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে গতকাল ১৩ই জুন দিনব্যাপী জেলা পর্যায়ে ‘শিল্পকলা প্রতিযোগিতা ২০২৪’-এর প্রতিযোগিতা, সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি আবু কায়সার খান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

 গোলাম মর্তুজা সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ, জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক ও সম্মলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি অসীম কুমার পাল উপস্থিত ছিলেন।

 এ সময় চিত্রাঙ্কন, সাধারণ নৃত্য, লোক নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আবৃত্তি, গণজাগরণের গান, লোকসংগীত, একক অভিনয়সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব
 রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর পৌর যুব বিভাগের ইফতার মাহফিল
রাজবাড়ী বাজারে ভোক্তা অধিকারের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
সর্বশেষ সংবাদ