ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
৬দিনের সফরে রাজবাড়ীতে আসছেন রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৬-১৩ ১৫:২৬:০৮

 রেলপথ মন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ৬দিনের সফরে সড়ক পথে পাটুরিয়া ঘাট হয়ে আজ ১৪ই জুন তার নিজ জেলা ও নির্বাচনী এলাকায় আসবেন।

 গতকাল ১৩ই জুন রাতে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব(উপসচিব) মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

 জানা গেছে, রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম সড়ক পথে সড়ক পথে পাটুরিয়া ঘাট হয়ে আজ ১৪ই জুন রাজবাড়ী জেলায় আসবেন। সকাল ১০টায় ন্যামভবনস্থ সরকারী বাসভবন থেকে সড়ক পথে পাটুরিয়া ঘাট হয়ে রাজবাড়ীর উদ্দেশ্যে যাত্রা করবেন। দুপুর ১টায় গোয়ালন্দ ডাক বাংলায় আসবে এবং জুম্মার নামাজ পড়ে সেখানেই মধাহ্ন ভোজ করবেন। বিকাল ৩টায় গোয়ালন্দ উপজেলা ছাত্র লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠান শেষে বিকাল ৪টায় পাংশা উপজেলাস্থ নিজ বাস ভবনের উদ্দেশ্য যাত্রা করে এবং নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

 পরের দিন ১৫ই জুন তিনি ফরিদপুর জেলা সফর করবেন। এরপর ১৬ই জুন সকাল ৯টায় পাংশায় নিজ বাসভবনে দুস্থ, অসহায় ও এতিমদের মাঝে ঈদ উপহার বিতরণ করবেন। আগামী ১৭ই জুন সকাল ৯টায় পাংশা কেন্দ্রীয় ঈদগাঁ ময়দান(পাংশা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা) পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন। সকাল ১১টায় নিজ বাসভবনে সমাজের সর্বস্তরের মানুষের সাথে ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করবেন। আগামী ১৮ই জুন বিকাল ৩টায় বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মোসলেম উদ্দিন মৃধা ফাউন্ডেশনের উদ্যোগে ‘অসচ্ছল ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ওইদিন বিকাল ৪টায় হাবাসপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন আলহাজ্ব হাকিম প্রামাণিক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোঃ সিরাজুদ্দিন টেকনিক্যাল ইনস্টিটিউটে ওয়াহিদা পারভীন প্রশাসনিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

 পর দিন ১৯শে জুন সকাল ১১টায় বালিয়াকান্দি উপজেলায় নিরাপদ খাদ্য কর্মসূচি জনসচেতনতা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

 ২০শে জুন বেলা ১১টায় পাংশার নিজ বাসভবন থেকে সড়ক পথে পদ্মা সেতু হয়ে সড়ক পথে যাত্রা করে বেলা ২টায় ঢাকার ন্যাম ভবনস্থ সরকারি বাসভবনে পৌঁছাবেন।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ