ঢাকা শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫
কালুখালীতে করোনার সংক্রমণ রোধে মাঠে নেমেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা
  • মনির হোসেন
  • ২০২০-০৫-১৭ ২০:২৩:৪৯
কালুখালীতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গতকাল ১৭ই মে সকাল থেকে মাঠে নেমেছে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা -মাতৃকণ্ঠ।

 কালুখালীতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবার মাঠে নেমেছে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। 
  রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের পুত্র ও জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিমের নির্দেশনায় গতকাল ১৭ই মে সকাল থেকে তারা পিপিই পরে কালুখালী বাজার এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও মার্কেট-দোকানে আগত ক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানানোসহ সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে। এতে কিছুটা হলেও শৃঙ্খলা ফিরে এসেছে। 
  জানা গেছে, গত ১৬ই মে সন্ধ্যায় কালুখালী উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় প্রশাসন, বাজার বণিক সমিতি, সুধীজন এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় আশিক মাহমুদ মিতুল হাকিম যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের করোনা মোকাবেলায় মাঠে নামার নির্দেশনা দেন। 

 

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এ দেশের মানুষের জন্য সততার সাথে কাজ করে গেছেন---সাবেক এমপি খৈয়ম
সাবেক সংসদ সদস্য কাজী কেরামতের মামলার পরবর্তী তারিখ ৩১শে ডিসেম্বর
রাজবাড়ীতে কালেক্টরেটের ৪জন সহকারী কমিশনারের বদলীজনিত বিদায় সংবর্ধনা
সর্বশেষ সংবাদ