রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নে গতকাল ২১শে জুন দুপুরে মোটর সাইকেলের সাথে ইঞ্জিন চালিত নছিমনের সংঘর্ষে মোটর সাইকেল আরোহী শহিদুল ইসলাম(২২) নিহত ও অপর আরোহী মোঃ নয়ন সরদার(১৯) আহত হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংগা নিজাতপুর রজব আলীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম দাদশী ইউনিয়নের সিংগা নিজাতপুর এলাকার নুরাল মাঝির ছেলে ও আহত নয়ন একই ইউনিয়নের পাকুরিয়াকান্দা গ্রামের আমজাদ সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার পরে শহিদুল ও নয়ন দাদশী বাজারের দিকে মোটর সাইকেল যোগে যাওয়ার সময় সিংগা নিজাতপুর এলাকার রজব আলীর বাড়ির সামনে গেলে বিপরীত দিক থেকে আসা নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলে থাকা ২জনই গুরুতর আহত হয়। পরে আশে পাশের লোকজন তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মোটর সাইকেল আরোহী শহিদুল ইসলাম মারা যায়। মোটর সাইকেল চালক নয়ন সরদার রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ ইফতেখারুল আলম প্রধান বলেন, এ ঘটনায় নসিমন চালক রাজিব শেখকে এলাকাবাসী আটক করে। পরবর্তীতে সংবাদ পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নসিমন গাড়ী ও চালককে হেফাজতে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে রয়েছে।