নারী নির্যাতন বন্ধ ও ধর্ষকদের শাস্তির দাবীতে এনজিও সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টা ও ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর যৌথ আয়োজনে গত ১৪ই অক্টোবর দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের জাবরকোল চৌরাস্তা মোড় এলাকায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার নির্বাহী পরিচালক মোকারম হোসেন, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর কর্মকর্তা মুন্সী ইব্রাহীম প্রমুখ বক্তব্য রাখেন।