পদ্মা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় ক্ষতির মুখে পড়েছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার চরাঞ্চলের চীনা বাদাম চাষীরা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ধোপাগাতির চর, বিশ্বনাথপুর চরসহ বিভিন্ন এলাকার চীনা বাদামের ক্ষেত পানিতে ভেসে গেছে। এ ব্যাপারে উত্তর দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকার কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা তাদের ক্ষতির বিষয়টি তুলে ধরেন।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল লতিফ মন্ডল বলেন, অন্তর মোড়ের অদূরে খুরসা চরে এবার ৫ ভাই মিলে ২১ বিঘা ফসলি জমিতে চীনা বাদামের চাষ করেছিলাম। কিন্তু হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় ৬ বিঘার মতো জমির বাদাম পানিতে তলিয়ে গেছে। বাকি ১৫ বিঘার জমির বাদাম তুলতে পেরেছি। এতে লোকসান হওয়ার আশঙ্কা করছি।
কৃষক আব্দুল কাদের শেখ বলেন, ৬ বিঘা জমিতে চীনা বাদামের আবাদ করেছিলাম। তার মধ্যে ৩ বিঘা জমির বাদাম পেয়েছি। বাকি ৩ বিঘা জমির বাদাম পানিতে তলিয়ে গেছে। ১৫০০ টাকা নৌকা ভাড়া দিয়ে উৎপাদিত বাদাম বাড়ীতে এনেছি। এরপর আবার মহিলাদের দিয়ে গাছ থেকে বাদাম ছাড়িয়ে শুকিয়ে বাজারে বিক্রি করতে হবে। এতে বাদামে এবার লাভ হবে না।
আরেক কৃষক হাবিব সরদার বলেন, আমি ৪ বিঘা জমিতে চীনা বাদাম লাগিয়েছিলাম। তার সবই পানির নীচে চলে গেছে। হঠাৎ করেই যে পানি বাড়বে এটা ভাবতেই পারিনি।
গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকন উজ্জামান বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা বিনামূল্যে বীজ ও সার দিয়ে কৃষকদের চীনা বাদাম চাষে উৎসাহিত করেছি। ২০২৩-২৪ অর্থবছরে এ উপজেলায় ১৯০ হেক্টর জমিতে চীনা বাদাম চাষ করেছে কৃষকেরা। এর মধ্যে ১৩০ হেক্টর জমির বাদাম কর্তন করেছে এবং ৬০ হেক্টর জমির বাদাম খরায় ও পানিতে ডুবে আছে। তিনি আরও বলেন, কৃষকেরা যদি পানি বৃদ্ধির আগেই বাদাম গুলো কর্তন করে তাহলে তারা ক্ষতির মুখে পড়বে না।