ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা এবং তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৬-২৫ ০৪:৪৪:৪৮

রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল ২৪শে জুন সকালে জেলা প্রশাসনের আয়োজনে মন্ত্রী পরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা’ এবং ‘তথ্য অধিকার আইন ২০০৯’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জুম প্লাটফর্মে সংযুক্ত ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্মসচিব মোঃ শাফায়াত মাহবুব চৌধুরী।

 এ সময় বিশেষ অতিথি হিসেবে মন্ত্রী পরিষদ বিভাগর যুগ্মসচিব মোঃ মোখলেছুর রহমান, মন্ত্রীপরিষদ বিভাগের উপসচিব মুহাম্মদ আসাদুল হক, মন্ত্রীপরিষদ বিভাগের উপসচিব খন্দকার মনোয়ার মোর্শেদ, রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন উপস্থিত ছিলেন।

 রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা প্রাণিসম্পদের প্রশিক্ষণ অফিসার ডাঃ নুরুল ইসলাম তালুকদার, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আলীফ নূর, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর মোঃ খায়রুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার কামরুল হাসান মারুফ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংকন পাল, এনডিসি নাহিদ আহমেদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, রাজবাড়ী ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন-অর-রশিদ, জেলা পার্সপোট অফিসের সহকারী পরিচালক মোঃ আবজাউল ইসলাম, রাজবাড়ী পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মো দেলোয়ার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আসিফুর রহমান সহ প্রশিক্ষণে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং রাজবাড়ী জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

 
রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ