ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ী সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের শপথ
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৬-২৫ ০৪:৪৫:১০

 রাজবাড়ী জেলার সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী, ভাইস চেয়ারম্যান নাহিদুল আলম রাজু ও মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফন নাহার শপথ গ্রহণ করেছেন।

 গতকাল ২৪শে জুন বিকাল ৩টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম পৃথক ভাবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

 জানা যায়, গতকাল ২৪শে জুন বিকাল ৩টার সময় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলীসহ বিভিন্ন উপজেলার নবনির্বাচিত ১০ জন চেয়ারম্যানের শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার। এরপর পর্যায়ক্রমে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নাহিদুল আলম রাজুসহ বিভিন্ন উপজেলার ১০ জন ভাইস চেয়ারম্যান এবং রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফন নাহারসহ বিভিন্ন উপজেলার ১০ জন নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।

 শপথ গ্রহণের শুরুতে ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম নবনির্বাচিত প্রত্যেক উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

 এছাড়া উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করানোর পর তিনি উপজেলা ভিত্তিক নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয়ের সাথে পৃথক পৃথক ফটোসেশন করেন।

 উল্লেখ্য, গত ২১শে মে অনুষ্ঠিত রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী আনারস প্রতীকে ৪৩ হাজার ১১১ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান, নাহিদুল আলম রাজু গ্যাস সিলিন্ডার প্রতীকে ১৯ হাজার ৪৯৪ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান এবং লুৎফন নাহার ফুটবল প্রতীকে ১৪ হাজার ৬০২ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

 
রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ