বাংলাদেশকে পিছিয়ে দিতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ এখন পাকিস্তানের থেকে সবদিক দিয়ে এগিয়ে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা একদম তলানিতে গিয়ে ঠেকেছে। কিন্তু বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে মাথা উচু করে দাঁড়িয়েছে। দেশকে অনন্য উচ্ছতায় নিয়ে যেতে নিরল সভাবে কাজ করে যাচ্ছে।
গত ২৩শে জুন সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী(প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন রেলপথ মন্ত্রী ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।
তিনি আরো বলেন, আমাদের দেশের সন্তানেরা বিদেশে গিয়ে ডলার পাঠাচ্ছে। অবদান রাখছে দেশের উন্নয়নে। আমাদের বাংলাদেশ থেকে অনেক পন্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা দেশে আসছে।
বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গেছে স্বাধীনতার জন্য। স্বাধীনতা কি জিনিস কি অর্জন করেছি তা বুঝতে হবে। এখনো স্বাধীনতার শত্রুতারা সোচ্চার। তারা চায় দেশকে হুমকির মুখে ঠেলে দিতে।
আমাদের দেশের এক শ্রেণীর বন্ধুরা উন্নয়ন দেখেনা। পদ্মা সেতুর সময় তারা বিরোধিতা করেছিল। কিন্তু তারাই সবচেয়ে বেশি গাড়ি নিয়ে জোর গতিতে হাকিয়ে চলে।
রেলপথ মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব পাবার পর থেকেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এক সময় দেশে বিদ্যুৎ ছিলো না, রাস্তা ছিলো না, আবাসন ব্যবস্থা ভালো ছিলো না।
মন্ত্রী বলেন, আমরা সন্ত্রাসীদের প্রশ্রয় দিই না। সে আমাদের দলের, লোক হলেও ছাড় নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চাওয়া মানুষ যেন ভাত খেয়ে সুন্দর ভাবে দিনযাপন করতে পারে। রেলকে লাভজনক করে নিতে অনেক পরিকল্পনা হাতে নিয়েছি। মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে এবং ভালো সাার্ভিস দিতে আমরা নিরলস ভাবে কাজ করছি।
বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামছুল আলম সুফি মিয়ার সঞ্চালনায় জনসভায় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর সাত্তার খান, একেএম ফরিদ হোসেন বাবু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন, হারুন অর রশিদ হারুন, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম, বহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কল্লোল বসু, নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশাহ আলমগীর ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।