রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খান গতকাল ২৫শে জুন সকালে জেলা কারাগার পরিদর্শন করেন। এ সময় কারারক্ষীদের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরিদর্শন কালে তিনি কারাগারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মহুয়া শারমিন ফাতেমা, জেলার শাহ শরীফ সহ জেলা কারাগারের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।