ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে স্বাচিপ কর্তৃক আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন॥অফিস উদ্বোধন
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৬-২৫ ১৭:০৮:২৮

 স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ) রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গত ২৩শে জুন সকালে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

 দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এস এম এ হান্নান সহ স্বাচিপ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডাঃ অপূর্ব কুমার রায় ও সাধারণ সম্পাদক ডাঃ মোঃ হাসান আলীসহ অন্যান্য চিকিৎসকদের উপস্থিত ছিলেন। 

 এ সময় রাজবাড়ী জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া গাছ রোপন করা হয় ও পরে হাসপাতালের সাধারণ রোগীদের খোঁজ খবর নেওয়ার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হয়।

 এরপর রাজবাড়ী শহরের বড়পুল মোড় এলাকার রাবেয়া টাওয়ারের তৃতীয় তলায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ প্রতিষ্ঠার ৩১বছর পর সংগঠনটির কার্যালয় উদ্বোধন করা হয়। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন ও আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বাচিপ অফিস উদ্বোধন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 স্বাচিপ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডাঃ অপূর্ব রায়ে সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক ডাঃ মোঃ হাসান আলী, স্বাচিপ রাজবাড়ী জেলা শাখার প্রতিষ্ঠাতা সদস্য ডাঃ কমল কুমার দাস, ডাঃ মেহেদী, ডাঃ সোহান, ডাঃ উল্লাস, ডাঃ সৌরভ, ডাঃ মৌসুমী, ডাঃ অচিন্ত, ডাঃ তৃষা, ডাঃ তন্ময় প্রমূখ চিকিৎসকবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য বক্তিবর্গ বক্তব্য রাখেন।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ