রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গতকাল ২৭শে জুন সকালে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের বিদায় ও নবনির্বাচিতদের বরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী বক্তব্য রাখেন।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রকিবুল হাসান পিয়াল, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নাহিদুল আলম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার মিতা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ভূইয়া, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ খায়ের উদ্দিন বক্তব্য রাখেন।
এ সময় রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখারুল আলম প্রধান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খাঁন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডঃ শফিকুল হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা, রাজবাড়ী সদর উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ, সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আজকের এই অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বিগত দিনে যে কয়েকজন উপজেলা চেয়ারম্যান পেয়েছি আমরা সবার সাথে সবাই একটা পরিবারের মতো কাজ করেছি। বিভিন্ন যাইগাতে শোনা যায় এমপি ও উপজেলা চেয়ারম্যানের মধ্যে দ্বন্দ্ব ও গোলমাল হয়ে থাকে। কিন্তু এই রাজবাড়ী সদর উপজেলা পরিষদে আমরা পরিবারের মতো কাজ করেছি কখন কোন দিন ঝামেলা হয় নাই। নবাগত চেয়ারম্যানের যে দায়িত্ব আছে সেটা তো তিনি করবেন। পাশাপাশি ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানদের কাজের দায়িত্ব ভাগ করে দিতে হবে। এই দায়িত্বের মধ্যে তারা তাদের কর্মকান্ড করবে। চেয়ারম্যানদের পাশাপাশি ভাইস চেয়ারম্যানদের নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভিজিট করতে হবে। কমিউনিটি ক্লিনিকগুলোতে ভিজিট করতে হবে। সরকারের কর্মকান্ড কিভাবে চলছে এগুলো দেখতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনে হার-জিত থাকবেই। কেও জিতবে কেও হারবে এটাই নিয়ম। সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) পিয়ালের বিগত দিনে যে সকল দায়িত্ব দেওয়া হয়েছে সে সুন্দর ভাবে দায়িত্ব পালন করেছে। আজ যাদেরকে বিদায় দেওয়া হচ্ছে এরা সহ নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এবং আমরা একসাথে মিলে মিশে কাজ করবো। নবনির্বাচিত চেয়ারম্যান সে বীর মুক্তিযোদ্ধা। দেশের জন্য যুদ্ধ করেছে এখন উপজেলা চেয়ারম্যান হিসেবে এই উপজেলা পরিষদ দুর্নীতি মুক্ত পরিষদ করতে আবার যুদ্ধ করতে হবে। প্রতিটি ডিপার্টমেন্টের কর্মকর্তার বিরুদ্ধে কোন অভিযোগ যাতে না আসে। তবে মন্ত্রী হোক, এমপি হোক, চেয়ারম্যান হোক, যেকোন কর্মকর্তা হোক দুর্নীতি করলে ছাড় পাওয়ার কোন সুযোগ নেই। উপজেলা পরিষদের সকল কর্মকর্তাদের সাথে মিলেমিশে আমরা কাজ করব, সুন্দরভাবে এই উপজেলা সাজাবো। উপজেলা কর্মকান্ডের যেকোন বিষয়ে আমি পাশে আছি যে কোন সহযোগিতা লাগলে পাশে থাকবো।
আলোচনা সভা শেষে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) রকিবুল হাসান পিয়াল ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগমকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী ও ভাইস চেয়ারম্যান নাহিদুল আলম রাজু এবং মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার মিতাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন অতিথিরা।