ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
বালিয়াকান্দির গড়াই নদীতে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ বালু উত্তোলনকারীর জরিমানা
  • মিঠুন গোস্বামী
  • ২০২৪-০৬-২৮ ১৪:৫২:১৭

‘বালিয়াকান্দির গড়াই নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে চলছে বালু উত্তোলন’ নজরদিন- শিরোনামে গতকাল ২৮শে জুন দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার শেষ পাতায় একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়।
 সংবাদ প্রকাশের পর গতকাল ২৮শে জুন নাড়–য়া ইউনিয়নের গড়াই নদীতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু তোলার অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
 এ মোবাইল কোর্ট পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান।
 গড়াই নদীতে পরিবেশের ক্ষতি করে অবৈধ উপায়ে বালু তোলায় ড্রেজার মালিক মোঃ আজমল বিশ্বাসকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ৫০ হাজার টাকা জরিমানা করে মোবাইল কোর্ট। পাশাপাশি বালু তোলায় ব্যবহার করা অবৈধ ড্রেজার মেশিন ও বাল্ক হেডের ব্যাটারি ডায়নামা, ২০ ফুট পাইপ জব্দ করে করে নিয়ে যাওয়া হয়।
 বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান বলেন, আগামীতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ