সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে ২০২৩-২০২৪ অর্থ বছরে ‘শুদ্ধাচার পুরস্কার’ পাওয়ায় গতকাল ২৯শে জুন সকালে রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক ও বাংলা টিভির রাজবাড়ী প্রতিনিধি মোঃ শিহাবুর রহমান, সহ-সভাপতি দেবাশীষ বিশ্বাস (বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজ), আসহাবুল ইয়ামিন রয়েন(দৈনিক খবর), সহ-সম্পাদক মোঃ সোহেল মিয়া(বার্তা২৪.কম), সাংগঠনিক সম্পাদক মোঃ আশিকুর রহমান(সময় টিভি), দপ্তর সম্পাদক আব্দুল মতিন মোল্যা(দৈনিক বর্তমান), অর্থ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম(দৈনিক মাতৃকণ্ঠ) ও কার্যনির্বাহী কমিটির সদস্য মীর সামসুজ্জামান সৌরভ(ঢাকা পোস্ট), মিঠুন গোস্বামী(নিউজ২৪ টিভি) ও মহসিন হক মৃধা(দৈনিক আজকালের খবর) সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।