বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসের আয়োজনে গতকাল ৩০শে জুন সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন।
জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রত্যেকে ৫ কেজি উফশী ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু মিয়া, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু ও নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশাহ আলমগীর উপস্থিত ছিলেন।