রাজবাড়ীতে মাদক মামলায় হাবিবুর রহমান (৪০) নামে এক কৃষকলীগ নেতাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
গতকাল ৩রা জুলাই দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার জা মাদক আইনের মামলায় এ রায় দেন। রায় ঘোষণার সময় হাবিবুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।
দন্ডপ্রাপ্ত হাবিবুর রহমান রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কুমড়াকান্দি এলাকার জোনাব আলীর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১লা মে গোপন সংবাদের ভিত্তিতে বসত বাড়িতে অভিযান চালিয়ে হেফাজতে থাকা ৫০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে ফরিদপুর র্যাব-৮ এর একটি দল।
গ্রেফতারের সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবিবুর রহমান স্বীকার করে বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল সংগ্রহ করে সেগুলো সে বিক্রি করতো।
রাজবাড়ীর পাবলিক প্রসিকিউটর(পিপি) এডঃ মোঃ উজির আলী শেখ বলেন, বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানী ও সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে আসামী হাবিবুর রহমানকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেছেন। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট।
উল্লেখ্য, হাবিবুর রহমান গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সভাপতি পদে দায়িত্বে ছিলেন। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০২৩ সালের ২৩শে অক্টোবর জেলা কৃষকলীগ তাকে উপজেলা কৃষক লীগের সভাপতি পদ থেকে বহিষ্কার করে।