ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে স্বাচিপের উদ্যোগে ‘সাপ নিয়ে সাফ কথা’ লিফলেট বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৭-০৪ ১৫:১৮:৪০

স্মার্ট স্বাস্থ্য ব্যবস্থা বিনির্মাণে স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ) রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গতকাল ৪ঠা জুলাই সকালে শহরে জনসচেতনামূলক “সাপ নিয়ে সাফ কথা” শীর্ষক লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

 মানবসৃষ্ট ও প্রাকৃতিক যেকোনো দুর্যোগ মোকাবেলায় স্বাচিপ অগ্রণী ভূমিকা পালন করবে এই প্রত্যয়ে বড়পুলে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

 জানা গেছে, রাজবাড়ী জেলার ৫টি উপজেলার সরকারী ও বেসরকারী সকল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে লিফলেট প্রেরণ করা হয়েছে যা স্বাধীনতা চিকিৎসক পরিষদের নির্দেশনায় স্বাস্থ্য সেবা কর্মী ও সাধারণ জনগণের মাঝে বিতরণ করা হবে।

 স্বাধীনতা চিকিৎসক পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডাঃ অপূর্ব কুমার রায় ও সাধারণ সম্পাদক ডাঃ মোঃ হাসান আলীর নেতৃত্বে লিফলেট বিতরণকালে স্বাচিপ সদস্য ডাঃ কমল কুমার দাস, এ্যানেস্থথেসিয়া বিশেষজ্ঞ ডাঃ একরামুল করিম উল্লাস, ডাঃ অশোক, ডাঃ আরিফ ও ডাঃ সৌরভ প্রমুখ চিকিৎসকসহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ