ঢাকা শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
পাংশার মাছপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৫জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৭-০৪ ১৫:২০:০৯

ঘোষিত তফসিল মোতাবেক রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে গতকাল ৪ঠা জুলাই মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৫জন প্রার্থী রিটার্নিং অফিসার ও পাংশা উপজেলা নির্বাচন অফিসার(অঃ দাঃ) সাইফুদ্দীনের নিকট তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

 মনোনয়নপত্র দাখিলকারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সুজা উদ্দিন মৃধা, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার তাজবীর হাসান সিসিল, তৎকালীন পাংশা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি খোন্দকার জান্নাতুল ফেরদৌস বিপু, সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ ও বিশিষ্ট ব্যবসায়ী ছরোয়ার হোসেন।

 সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ গতকাল ৪ঠা জুলাই দুপুরে সমর্থিত লোকজনকে সাথে নিয়ে পাংশা পুরাতন বাজারস্থ শাহজুঁই (রঃ)’র মাজার জিয়ারত শেষে মনোনয়নপত্র দাখিল করেন।

 প্রার্থীদের মধ্যে ছরোয়ার হোসেন তার ভাই সুজা উদ্দিন মৃধার পক্ষে ডামি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেনে। এর আগে ৩০শে জুন ৫জন চেয়ারম্যান প্রার্থী রিটার্নিং অফিসারের নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তফসিল অনুযায়ী আগামী ২৭শে জুলাই মাছপাড়া ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ।

 এদিকে মাছপাড়া ইউপির উপ-নির্বাচনকে ঘিরে গত কয়েক মাস ধরে সুজা উদ্দিন মৃধা, খন্দকার তাজবীর হাসান সিসিল, খোন্দকার জান্নাতুল ফেরদৌস বিপু ও আবুল কালাম আজাদ জনমত গঠনে মাঠে রয়েছেন। তারা দিনরাত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

 গতকাল ৪ঠা জুলাই মনোনয়নপত্র দাখিল শেষে প্রার্থীরা পৃথকভাবে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। প্রার্থীরা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে প্রশাসনের কাছে অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবী করেন।

 এ প্রসঙ্গে আলাপকালে রিটার্নিং অফিসার সাইফুদ্দীন বলেন, মাছপাড়া ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ইভিএম পদ্ধতিতে হবে। অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও তিনি উল্লেখ করেন।

 মনোনয়নপত্র দাখিলের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পাংশা মডেল থানার এসআই ফজর আলীর নেতৃত্বে পুলিশের একটি দল নিয়োজিত ছিল।

গোয়ালন্দে প্রবাসী সবুজ হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন
গোয়ালন্দে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেপ্তার
 কালুখালীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ