ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পাংশায় হরিপদ কুন্ডুর বাড়ীতে মহানাম যজ্ঞানুষ্ঠান চলছে
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৭-০৫ ১৫:০২:০৮

রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার নারায়নপুর কুন্ডু পাড়ায় স্বর্গীয় হরিপদ কুন্ডুর বাড়ীতে ২৬তম বার্ষিকী ২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান চলছে।

 স্বর্গীয় হরিপদ কুন্ডু ও তার স্ত্রী স্বর্গীয় শিবা দাসী কুন্ডু এবং তাদের পুত্র পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ডের ৫ বারের নির্বাচিত কাউন্সিলর প্রয়াত গোবিন্দ চন্দ্র কুন্ডুর বিদেহী আত্মার শান্তি কামনায় এবং বিশ্বের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় পরিবারের পক্ষ থেকে মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 আয়োজক পরিবারের সঞ্জীব কুমার কুন্ডু জানান, তার সহোদর ভাই ডঃ দেবদাস কুন্ডু, ডঃ দীপক কুমার কুন্ডু, অধ্যাপক ডাঃ গোপেন কুমার কুন্ডু ও সহযোগী অধ্যাপক ডাঃ নৃপেন কুমার কুন্ডুর সহযোগিতায় ৪ঠা জুলাই অরুণোদয় হতে ২৪ প্রহর ব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। এর আগে ৩রা জুলাই সন্ধ্যায় অনিল কুমার বিশ্বাস শ্রীমদ্ভাগবত পাঠ করেন এবং রাতে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের শুভ অধিবাস হয়।

 আগামী ৭ই জুলাই শ্রী শ্রী মহানামযজ্ঞ সমাপনান্তে কুঞ্জভঙ্গ, নগরকীর্তন, জলকেলী মধ্যাহ্নে মহাপ্রভূর ভোগআরাধনা অন্তে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

 মহানামযজ্ঞ অনুষ্ঠানে অসংখ্য নারী-পুরুষ ভক্তবৃন্দের সমাগম ঘটছে। একদিকে চলছে মহানাম সংকীর্তন অপর দিকে চলছে প্রসাদ বিতরণ কার্যক্রম।

 গতকাল ৫ই জুলাই বিকালে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার সাহা(কার্তিক সাহা), রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সুব্রত কুমার দাস সাগর ও পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার কুন্ডুসহ সনাতন ধর্মের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন মহানাম যজ্ঞানুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ