প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া রেলস্টেশন ও নবগ্রাম বাজারে দুটি প্রতিষ্ঠানকে ১১হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল ১১ই জুলাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠান দুটিকে এ আর্থিক জরিমানা করা হয়।
প্রতিষ্ঠান দুটি হলো- পাঁচুরিয়া রেলস্টেশন সংলগ্ন আরব আলী স্টোর ও নবগ্রাম বাজারের মেসার্স মন্ডল ফার্মেসী। এর মধ্যে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার অপরাধে আরব স্টোরকে ৪হাজার টাকা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে মেসার্স মন্ডল ফার্মেসীকে ৭হাজার টাকা জরিমানা করা হয়।