রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১১ই জুলাই উপজেলা পরিষদের সভা কক্ষে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের সভাপতিত্বে কর্মশালায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার(নিয়ন্ত্রণ) আইন ও বিধিমালা সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান।
কর্মশালায় বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফারুক হোসেন, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল হক, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর বিশ্বাস, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু ও জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, তামাকদ্রব্য কোনভাবেই মানুষের উপকারে আসতে পারেনা। তামাক উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সেবন প্রতিটি ক্ষেত্রেই পরিবেশ, জনস্বাস্থ্য এবং অর্থনীতির ক্ষতি করে। ধূমপান ফুসফুস ক্যান্সারের অন্যতম কারণ। যারা ধূমপান করেন তাদের থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হন তাদের পাশের মানুষজন। ধূমপান শুধু শারীরিক নয় মানসিক, অর্থনৈতিক ও সামাজিক ভাবেও মানুষকে ক্ষতি করে। তাই ধূমপান না করতে জনসচেতনতার পাশাপাশি প্রত্যেককে যার যার স্থান থেকে নিজেদের সচেতন হওয়ার আহবান জানান বক্তারা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান স্পিকার সামিটে ২০৪০ সালের মধ্যে যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, তা বাস্তবায়ন করবে প্রশাসন।