রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউপির মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে গত ৬ই জুলাই রাতে চোর চক্রের সদস্য হানা দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে দোষীদের সনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির জন্য কালুখালী থানায় এজাহার দাখিল করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী।
ঘটনার বিষয়ে প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী জানান, বিদ্যালয়ের তার অফিস কক্ষের উত্তর পাশের জানালার গ্রিল কেটে চোর চক্রের সদস্য কক্ষে প্রবেশ করে স্টিলের আলমারি ভাঙ্গার চেষ্টা করে। কিছু কাগজপত্র তছনছ করে।
তিনি বলেন, বিদ্যালয়ে পরীক্ষা চলছে। টাকার লোভে কক্ষে চোর ঢুকতে পারে বলে তিনি ধারণা করছেন। চোর ঢুকার ঘটনা বিদ্যালয়ের সিসি ক্যামেরায় ধরা পড়েছে। চোর ঢুকার ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
এদিকে বিদ্যালয়ে চোর চক্রের হানা দেওয়ার বিষয়ে থানায় এজাহার দাখিলের পর বিদ্যালয়ের অনতিদূরে অবস্থিত মৃগী পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা তৎপর হয়েছে বলে জানা গেছে।