ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
নিজের অর্থায়নে দৌলতদিয়ায় পদ্মা নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেললেন উপজেলা চেয়ারম্যান
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৭-১৩ ১৫:১৮:১৭

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরী ঘাট এলাকায় পদ্মার ভাঙ্গন রোধে বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ড কোন পদক্ষেপ না নেওয়ায় নদী পাড়ের বাসিন্দাদের রক্ষার্থে ব্যক্তিগত অর্থায়নে বালুভর্তি জিও ব্যাগ ফেলছেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী।

 গতকাল ১৩ই জুলাই দৌলতদিয়া ৬নং ফেরী ঘাট এলাকায় এ কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় দৌলতদিয়া ফেরী ঘাটে বসবাসরত ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন উপজেলা পরিষদ চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

 তারা বলেন, নদীভাঙ্গন রোধে এখন পর্যন্ত কেউ কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করেনি। কয়েকদিন আগে মোস্তফা মুন্সী ফেরী ঘাটের ভাঙন স্থান পরিদর্শন করেন এবং তখন তিনি আমাদের কথা দেন কেউ যদি কোন কোন ব্যবস্থা না নেয় তাহলে আমি ব্যক্তিগতভাবে আপাতত ভাঙন রোধে বালুভর্তি জিওব্যাগ ফেলবো। আজ তিনি তার কথা রাখলেন। এতে নদীর পাড়ে তীব্র ঢেউ কম লাগবে। 

 এ সময় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, জেলা আওয়ামী মোটর চালক লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তপু ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি রাতুল আহম্মেদ সজলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ বলেন, বর্তমানে পদ্মা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দীর্ঘদিন যাবত পদ্মা নদীর ভায়াবহ ভাঙন অব্যাহত থাকলেও এর কোন সঠিক সুরাহা হয়নি। ইতিমধ্যে পদ্মা নদীর ভাঙনে শতাধিক ঘর বাড়ি বিলীন হয়ে গেছে। বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ড কোন ব্যবস্থা না নেয়ায় আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সী নিজ উদ্যোগে ভাঙন রোধে আপাতত এক হাজার বালুভর্তি জিও ব্যাগ ৬ নম্বর ফেরী ঘাটে ফেলছে। আমরা চাই সরকার অতিদ্রুত নদী শাসনের কাজ শুরু করুক। এতে করে নদী পারের মানুষ বেঁচে যাবে।

 উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সী বলেন, আমরা পদ্মা পাড়ের মানুষ। পদ্মা নদী আমাদের সব গিলে খাচ্ছে। আমার বাড়ী ঘরও পদ্মা নদীতে চলে গেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোয়া সব জায়গায় অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় গোয়ালন্দ উপজেলাবাসীর একটাই চাওয়া তা হলো নদী শাসন, যা করা হলে মানচিত্র থেকে হারাবে না গোয়ালন্দ।

 তিনি আরও বলেন, কয়েকদিন আগে ফেরী ঘাটে ভাঙনের খবর শুনে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী সরেজমিনে ভাঙন স্থান পরিদর্শন করেন এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের সাথে কথা বলে ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের কথা বলেন। কিন্তু ফেরী ঘাটের ভাঙন রোধে বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ড কোন ব্যবস্থা গ্রহণ করেননি। ইতিমধ্যে অনেক দপ্তরে দপ্তরে ঘুরে ঘুরেও কোন কাজ হয়নি। সেজন্য পদ্মা পাড়ের মানুষের কথা চিন্তা করে আপাতত ভাঙন রোধে কিছু জিও ব্যাগ ফেলছি। এজন্য প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই জোর দাবী আমাদের নদী শাসনটা দ্রুত করা হোক, তাহলে আমরা বেঁচে যাই।

 
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ