ঢাকা শুক্রবার, মে ১০, ২০২৪
কালুখালীর ৭টি ইউনিয়নে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ
  • মনির হোসেন
  • ২০২০-১০-১৭ ১৪:৫৬:১১
বাংলাদেশ পুলিশের কর্মসূচী অনুযায়ী রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে গতকাল ১৭ই অক্টোবর সকাল ১০টায় কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নে একযোগে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে গতকাল ১৭ই অক্টোবর সকাল ১০টায় কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নে একযোগে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়।
  রতনদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরের সমাবেশে ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফার সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, কালুখালী থানার ওসি মোঃ মাসুদুর রহমান, পরিদর্শক(তদন্ত) আব্দুল গণি, বিট অফিসার কালুখালী থানার এসআই মনোয়ার হোসেন, সহকারী বিট অফিসার এএসআই শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে র‌্যালী বের হয়ে রতনদিয়া বাজার প্রদক্ষিণ করে। 
  বোয়ালিয়া ইউনিয়ন বিটে ইউপি চেয়ারম্যান হালিমা বেগমের সভাপতিত্বে বিট অফিসার কালুখালী থানার এসআই মঞ্জুরুল ইসলাম, কালিকাপুর ইউনিয়ন বিটে ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাবের সভাপতিত্বে বিট অফিসার কালুখালী থানার এসআই ইব্রাহীম সমাদ্দার, মাজবাড়ী ইউনিয়ন বিটে ইউপি চেয়ারম্যান কাজী শরিফুল ইসলামের সভাপতিত্বে বিট অফিসার কালুখালী থানার এসআই জাহাঙ্গীর আলম, মদাপুর ইউনিয়ন বিটে ইউপি চেয়ারম্যান আবুল কালাম মৃধার সভাপতিত্বে বিট অফিসার কালুখালী থানার এসআই মনির হোসেন, সাওরাইল ইউনিয়ন বিটে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আলীর সভাপতিত্বে বিট অফিসার কালুখালী থানার এসআই হাবিবুর রহমান, মৃগী ইউনিয়ন বিটে ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান সাগর মোল্লার সভাপতিত্বে বিট অফিসার কালুখালী থানর এসআই আজিজুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ