ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে পবিত্র আশুরা উপলক্ষ্যে আঞ্জুমান-ই-কাদেরীয়ার শোক মিছিল
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৭-১৭ ১৬:৩৬:৩২

 যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা কর্মসূচীর মধ্যদিয়ে পবিত্র আশুরা উপলক্ষে কারবালার শোকাবহ ঘটনাকে স্মরণ করে প্রতিবারের মতো এবারও রাজবাড়ীতে আঞ্জুমান-ই-কাদেরীয়ার উদ্যোগে বিশাল শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ১৭ই জুলাই সকাল ১০টায় শোক মিছিলটি রাজবাড়ী খানকা শরীফ(বড় মসজিদ) থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক ও রাজবাড়ী বাজার প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

 শোক মিছিলের নেতৃত্ব দেন আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ী জেলা শাখার সভাপতি কাজী ইরাদত আলী। এ সময় মিছিলে রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার সহ-সভাপতি নাসিম শফি, সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম চৌধুরী রতন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ কাদেরী খোকন, খানকা শরীফ জামে মসজিদের(বড় মসজিদের) ইমাম আলহাজ¦ হাফেজ মোঃ শাজাহান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জলিল, রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি মোঃ জাকির হোসেনসহ জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা আঞ্জুমান-ই-কাদেরীয়ার ২০ সহস্রাধিক ভক্ত-মুরিদান শোক মিছিলে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের নিরাপত্তায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

 শোক র‌্যালী শেষে খানকা শরীফ বড় মসজিদ প্রাঙ্গণে হযরত ইমাম হোসাইন(রাঃ)সহ কারবালা প্রান্তরে ইয়াজিদের বাহিনীর হাতে শাহাদতবরণকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন খানকা শরীফ বড় মসজিদের ইমাম আলহাজ¦ হাফেজ মাওলানা মোঃ শাহজাহান।

 এছাড়াও দৌলতদিয়া ও রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় শোক মিছিল ও মাতম অনুষ্ঠিত হয়।

 উল্লেখ্য, কারবালার শোকাবহ ও হৃদয় বিদারক ঘটনার এই দিনটি ধর্মীয়ভাবে বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে এ দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ পবিত্রতম দিবস। হিজরী ৬১ সনের ১০ই মহররম এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন(রাঃ) ও তাঁর পরিবার এবং অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে তাঁদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে।

 কারবালার এই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সবাইকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা জোগায়। ধর্মপ্রাণ মুসলমানরা তাজিয়া মিছিলের মাধ্যমে তাদের শোকের বহিঃপ্রকাশ ঘটায়। এ ঘটনা স্মরণ করে সারাবিশ্বের মুসলমানরা যথাযোগ্য মর্যাদায় ত্যাগ ও শোকের দিবস পালন করেন।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ