এক ইঞ্চি জায়গাও যেন পতিত পড়ে না থাকে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার ওপর গুরুত্বারোপ করে রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভা এলাকার ৫হাজার ৩৩৫টি বাড়ীতে একটি করে ফলদ গাছের চারা রোপন করার উদ্যোগ নিয়েছে পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল।
গতকাল ২৭শে জুলাই সকালে পৌরসভার ২নং ওয়ার্ডের নগর রায়ের পাড়া এলাকায় বৃক্ষরোপন করে কর্মসূচীর শুভ উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল।
এ সময় গোয়ালন্দ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, পৌর কাউন্সিলর মোঃ মোশারফ হোসেন কুটিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তুহিন দেওয়ান ও সুকুমার মন্ডলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধনকালে পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল বলেন, বিশ্বব্যাপী প্রাকৃতিক পরিবেশ বৈষম্য চলছে। যার ফলশ্রুতিতে তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং শীতের প্রকোপ কমে যাচ্ছে। বাংলাদেশের ঋতু বৈচিত্রের ওপর এর নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা দেশের এক ইঞ্চি জায়গাও যেন পতিত পড়ে না থাকে। তাই প্রধানমন্ত্রীর এই নির্দেশনার ওপর গুরুত্বারোপ করে গোয়ালন্দ পৌরসভার প্রতিটি বাড়ীতে বাড়ীতে একটি করে ফলদ গাছের চারা রোপন করা হচ্ছে। সুস্থ জীবন ও সুষ্ঠু কর্ম পরিবেশ নিশ্চিতকরণের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে আমাদের অধিক পরিমাণে বৃক্ষ রোপন করা প্রয়োজন।