রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে গতকাল ২৮শে জুলাই দুপুরে কালেক্টরেটের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম ও জেলা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির উপদেষ্টা শচীন্দ্র নাথ সরকার বক্তব্য রাখেন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান। এ সময় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্বার্থ ভৌমিক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জুন বিশ্বাস, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজিব, কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাহিদুল আলম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফন নাহার মিতা, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক গৌতম চন্দ্র দে, সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল, জেলা স্কাউসের সম্পাদক সৈয়দ সিদ্দিকুর রহমান ও প্রবেশন অফিসার অজয় কুমার হালদারসহ জেলার বিভিন্ন মৎস্য খামারের মৎস্যজীবী ও মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, জাতীয় মৎস্য সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘ভরবো মাছ মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’। আগামী ৩০শে জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী চলবে মৎস্য সপ্তাহ। মৎস্য সপ্তাহের প্রথমদিন ৩০শে জুলাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। একই দিন রাজবাড়ী পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে মাইকিং এবং ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচারণা করা হবে।
দ্বিতীয় দিন ৩১শে জুলাই সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন থেকে ব্যানার ফেস্টুনসহ র্যালী করা হবে। সকাল ১০টায় জেলা প্রশাসকের বাসভবনের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ। ১০টা ২০মিনিটে অফিসার্স ক্লাবে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন। সকাল সাড়ে ১০ টায় অফিসার্স ক্লাবে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা। বেলা ১২ টায় একই জায়গায় স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষী/ব্যক্তি/উদ্যোক্তা/প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কার প্রদান।
তৃতীয় দিন ১লা আগষ্ট সকাল ১০টায় সদর উপজেলার উড়াকান্দায় সকল অংশীজনের সমন্বয়ে জেলা/উপজেলা মৎস্য সম্পদের স্থায়িত্বশীল ও সর্বোত্তম ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা হবে। বেলা ১২টায় রাজবাড়ী সদরের আলীপুর ইউনিয়নের কালিচরণপুরে মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুর/জলাশয় পানির ভৌত রাসায়নিক পরীক্ষা।
চতুর্থ দিন ২রা আগস্ট সকাল ১০টায় জেলা মৎস্য দপ্তরে ‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রধান উৎস হিসেবে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ৫ম দিন ৩রা আগস্ট সকাল সাড়ে ৯টায় রাজবাড়ী সদরের বাণিবহ নিজপাড়ায় মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুর/জলাশয় পানির ভৌত রাসায়নিক পরীক্ষা। একই দিন সকাল ১১টায় জেলা মৎস্য দপ্তরে মৎস্য বিষয়ে রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। রচনার বিষয়ঃ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মৎস্য সেক্টরে ভূমিকা ও মাছ হচ্ছে সবচেয়ে নিরাপদ খাদ্য।
ষষ্ঠ দিন ৪ঠা আগস্ট সকাল ১০টায় রাজবাড়ী সদর উপজেলা মৎস্য দপ্তরে সুফলভোগীদের প্রশিক্ষণ/বিভিন্ন উপকরণ বিতরণ(বৈধ জাল, বিকল্প কর্মসংস্থান উপকরণ, মৎস্য খাদ্য ইত্যাদি)। সমাপনী দিনে ৫ই আগস্ট বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।