রাজবাড়ী শহরের ডাঃ আবুল হোসেন কলেজের আগামী দুই বছরের জন্য (২০২৪-২০২৬) গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোঃ শামসুল হক এবং বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হয়েছেন মোঃ রেজা-উজ-জামান।
গত ২৫শে জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত পত্রে নতুন এ গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পদে উল্লেখিত দুইজনকে মনোনীত করা হয়।
এর আগে গত ২৭শে জুলাই ডাঃ আবুল হোসেন কলেজের আগের (২০২২-২০২৪) গভর্নিং বডির মেয়াদ শেষ হয়। এ কমিটিতে সাবেক জেলা ও দায়রা জজ মোঃ শামসুল হক বিদ্যোৎসাহী সদস্য ছিলেন এবং সভাপতি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এডভোকেট সানজিদা খানম, এমপি।
উল্লেখ্য, ডাঃ আবুল হোসেন কলেজের নতুন সভাপতি মোঃ শামসুল হক যুদ্ধাপরাধীদের বিচারকার্য পরিচালনা সংক্রান্ত কার্যক্রমের সাবেক প্রধান সমন্বয়ক ছিলেন। তিনি ঢাকা আঞ্জুমান মুফিদুল ইসলাম এর ট্রাস্টি ও সহ-সভাপতি। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ইউরোপিয়ান ইউনিয়নের সাবেক ন্যাশনাল সিনিয়র লিগ্যাল এক্সপাট, ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য।