রাজবাড়ী শহরের ডাঃ আবুল হোসেন কলেজের গভর্নিং বডির আজীবন দাতা সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এডভোকেট সানজিদা খানম,এমপি। এর আগে তিনি একই কলেজে (২০২২-২০২৪) গভর্নিং বডির সভাপতি ছিলেন।
এডভোকেট সানজিদা খানম কলেজটির প্রতিষ্ঠাতা ডাঃ আবুল হোসেনের ভাগ্নে মরহুম আসাদুজ্জামান বাচ্চুর সহধর্মিনী। তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য। এডভোকেট সানজিদা খানমই প্রথম নারী যিনি জাতীয় সংসদে ১৬ই জুন ২০১০ সালে স্পিকারের দায়িত্ব পালনের মধ্য দিয়ে সংসদে এবং বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্বকে আরো সুসংহত করেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সভা-সেমিনারের সুবাদে ভারত, নেপাল, চায়না, ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে বি.এ. (সন্মান), এম.এ(এল.এল.বি.) ডিগ্রি লাভ করেন। পেশায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের খ্যাতিমান আইনজীবী। তবে, পেশার বাইরে কর্মে ও সাফল্যে তিনি অনন্য ও অসাধারণ গুণে গুণান্বিত একজন সফল মানুষ।
তার স্বামী মরহুম আসাদুজ্জামান বাচ্চু ছিলেন উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা ও প্রথিতযশা কবি। ব্যক্তিগত জীবনে এক কন্যা ও এক পুত্র সন্তানের জননী সানজিদা খানম।
ডাঃ আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম জানান, এডভোকেট সানজিদ খানম কলেজটির সভাপতি পদে থাকাকালীন একাডেমিক বিষয়সহ অন্যান্য ক্ষেত্রে ব্যাপক উন্নয়নে ভূমিকা রাখেন। সভাপতি থাকায় অবস্থায় তিনি সেশন প্লান অনুযায়ী পাঠদান চালু, প্রতিবছর প্রসপেক্টার্স তৈরি, অটোমেশন পদ্ধতিতে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের হাজিরা, ছাত্র-ছাত্রীদের ডিজিটাল আইডি কার্ড প্রদান, সিসি ক্যামেরা স্থাপন, ক্লাস রুম সাউন্ড সিস্টেম ও শিক্ষার্থীদের বেতন/ফি’র অর্থ আদায়ে কলেজ ব্যাংক বুথ স্থাপন করেন। তিনি কলেজটির আজীবন দাতা সদস্য নির্বাচিত হওয়ায় কলেজের সকল শিক্ষক ও কর্মচারীরা অভিভূত হয়েছেন।