রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করে ২০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব-১০ এর সদস্যরা।
গতকাল ২৯শে জুলাই দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কেএম শাইখ আকতার।
গ্রেফতারকৃতরা হলো- কুষ্টিয়া সদর উপজেলার চর আমলাপাড়া গ্রামের মৃত খোরশেদ শেখের ছেলে খোকন শেখ(৪০) ও একই জেলার দৌলতপুর থানার সরকার পাড়া গ্রামের মৃত ইসমাইল শিকদারের ছেলে মোঃ রাজু আহম্মেদ শিকদার(২৮)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮শে জুলাই দিনগত রাত সাড়ে ১২টার দিকে গোয়ালন্দ মোড় এলাকায় কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায় র্যাব সদস্যরা। অভিযানে ওই বাস থেকে আনুমানিক ৬ লক্ষ টাকা মূল্যমানের ২০০ বোতল ফেনসিডিলসহ ২জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কেএম শাইখ আকতার বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক চোরাকারবারী। তারা বেশ কিছুদিন যাবত দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ী ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এছাড়া গ্রেফতারকৃত খোকন শেখের বিরুদ্ধে ঢাকার নবাবগঞ্জ ও কুষ্টিয়া জেলার সদর থানায় ২টি মাদক মামলা রয়েছে।
এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করাসহ তাদেরকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।