রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে গতকাল ৩১শে জুলাই সকালে বৃক্ষরোপণ অভিযান-২০২৪ কর্মসূচি পালিত হয়েছে।
জানা যায়, গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ শাহেদা খাতুন দপ্তরের অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি তার দপ্তরের ভাতাভোগী ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।
কর্মসূচিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক মোসাদ্দেকুর রহমান, প্রশিক্ষিকা মোছাঃ আসমা খাতুনসহ কোম্পানি কমান্ডার এবং আনসার ও ভিডিপির ইউনিয়ন পর্যায়ের দলনেতা ও দলনেত্রী উপস্থিত ছিলেন।
এদিকে আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৪ কর্মসূচি পালনে উপস্থিত লোকজন প্রশংসা করেন।