ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
বালিয়াকান্দিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপন অভিযান
  • সোহেল মিয়
  • ২০২৪-০৭-৩১ ১৬:০৮:৫৩

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণের মধ্য দিয়ে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বৃক্ষরোপন অভিযান শুরু করেছে উপজেলা আনসার ও ভিডিপি অফিস।
 গতকাল ৩১শে জুলাই সকালে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়ের সামনে বৃক্ষ রোপন করে এ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়।
 এ সময় তিনি উপজেলার আনসার ও ভিডিপি সদস্যেদের হাতে গাছের চারা তুলে দেন।
 বালিয়াকান্দি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ হোসনেআরা হোসেন জানান, বৈশ্বিক আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়া থেকে রক্ষা পেতে বাংলাদেশে আবহাওয়া জীব-বৈচিত্রের অনুকূলে রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাটি একনিষ্ঠভাবে বাস্তবায়ন করতে সুসজ্জিত ও গৌরবোজ্জ্বলের অধিকারি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক একেএম আমিনুল হক নিরলসভাবে সারা দেশে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজ ১০৯টি গাছের চারা বিতরণের মাধ্যমে বালিয়াকান্দি আনসার ও ভিডিপি অফিস বৃক্ষরোপন অভিযানের যাত্রা শুরু করলো।
 বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধনকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ এহসানুল হাকিম সাধন, সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা হালিমা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
 উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সব উন্নয়ন কর্মকান্ড ও সাফল্যের অন্যতম অংশীদার। জনসম্পৃক্ত সুশৃঙ্খল এ বাহিনী গুরুত্বপূর্ণ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকে। তারই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিবেশ রক্ষায় সারাদেশে এই বাহিনী বৃক্ষরোপন কর্মসূচী হাতে নিয়ে সামাজিক কার্যক্রমে অনবদ্য অবদান রাখছে। এটি নিঃসন্দেহে একটি মহতী উদ্যোগ।

 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ