ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
পাংশার হাবাসপুর ইউনিয়নে নির্ধারিত মূল্যে সুবিধাভোগীদের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৮-০১ ১৫:০৩:১৩

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া বাজারে গত ৩১শে জুলাই ও গতকাল ১লা আগস্ট দু’দিনে নির্ধারিত মূল্যে সুবিধাভোগী কার্ডধারীদের মাঝে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় করা হয়েছে।

 কাচারীপাড়া বাজারস্থ টিসিবি’র পণ্য বিক্রয় কেন্দ্রে গত ৩১শে জুলাই সকাল ১১টার দিকে হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খানের উপস্থিতিতে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়। গতকাল ১লা আগস্ট বিকেল সাড়ে ৫ টার দিকে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম শেষ হয়।

 টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রমের সময় হাবাসপুর ইউপির প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন, ডিলার মোঃ শাহজাহান আলী, ইউপি সদস্য সহিদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

 ডিলার মোঃ শাহজাহান আলী জানান, হাবাসপুর ইউনিয়নে ২ হাজার ১৭৬ জন টিসিবির সুবিধাভোগী আছেন। ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে চাউল ১৫০ টাকা, ১শ’ দরে ২ লিটার সয়াবিন তেল ২শ’ টাকা ও ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুরের ডাল ১২০ টাকা মোট ৪৭০ টাকায় টিসিবি প্যাকেজ বিক্রয় করা হয়েছে। টিসিবি পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রমে ইউপি চেয়ারম্যান আল মামুন খান মনিটরিং করেন।

 স্থানীয়রা জানায়, হাবাসপুর ইউনিয়ন বড় ইউনিয়ন। তাই মাঝামাঝি স্থান হিসেবে কাচারীপাড়া বাজারে টিসিবি পণ্য বিক্রয় কেন্দ্র নির্বাচন করায় ভালো হয়েছে।

 
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ