ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
গোয়ালন্দে মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল ও সর্বোত্তম ব্যবহার বিষয়ক মতবিনিময়
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৮-০১ ১৫:০৫:১৮

 জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দে সকল অংশীজনের সমন্বয়ে মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ১লা আগস্ট দুপুরে উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন, মৎস্যজীবী ও মৎস্যচাষীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তার দায়িত্বে থাকা রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীবের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার  জ্যোতি বিকাশ চন্দ্র।

 সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাচন অফিসার মোঃ জসিম উদ্দিন, উপজেলা মৎস্য সমিতির সভাপতি ইছাক সরদার, সাধারণ সম্পাদক অসেল ব্যাপারীসহ উপজেলা মৎস্যচাষে বিশেষ অবদান রাখায় পুরস্কারপ্রাপ্ত মৎস্যজীবী ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।

 মতবিনিময় সভায় বক্তাগণ মৎস্য চাষ, পোনা মাছ উৎপাদন বৃদ্ধিতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

 উল্লেখ্য, গোয়ালন্দে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে গত ৩১শে জুলাই র‌্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। 

 সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে র‌্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আফরোজা রাব্বানী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান মিয়া, গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তার দায়িত্বে থাকা রাজবাড়ী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোস্তফা আল রাজীব, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র মোঃ ফজলুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহমেদ, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শামিম শেখ, উপজেলা মৎস্য সমিতির সভাপতি ইছাক সরদার, সাধারণ সম্পাদক অসেল বেপারী প্রমুখ বক্তব্য রাখেন।

 আলোচনা সভা শেষে মৎস্য উৎপাদনে বিশেষ অবদান রাখায় ৩জন মৎস্য চাষীকে সম্মাননা স্মারক ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়। এরপর দুপুরে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শনী করা হয়।

 

 

 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ