সারাদেশে সাধারণ ছাত্রদের চলমান কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে দুর্বৃত্তদের সহিংসতার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী লীগ গতকাল ৪ঠা আগস্ট জমায়েত কর্মসূচি পালন করেছে।
জানা যায়, দলীয় নেতাকর্মীরা সকাল ১০টার দিকে পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আওয়ামী লীগ কার্যালয়ে জমায়েত হয়।
পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োর সভাপতিত্বে এবং পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডলের উপস্থাপনায় আওয়ামী লীগের জমায়েত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে মোবাইল ফোনে ভার্চুয়ালি যুক্ত হয়ে রেলপথ মন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধী চক্র সাধারণ ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। দুর্বৃত্তরা মেট্রোরেলের স্টেশন, সেতু ভবন, বিটিভি ভবনসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ আগুন দিয়ে ধ্বংস এবং হতাহতের ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন কার্যক্রমে তাকে সহযোগিতা করতে হবে, তার হাতকে শক্তিশালী করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুরক্ষা, জনগণের জানমাল এবং দেশের সম্পদ রক্ষায় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, আমরা সংঘাতে জড়াবো না। কিন্তু যারা সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে, দেশের সম্পদ ধ্বংস করছে, জানমালের ক্ষতিসাধন করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের নেতাকর্মীদের মাঠে থাকার সার্বিক দিক-নির্দেশনা প্রদান করেন তিনি। একই সাথে ১৫ই আগস্টে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদের স্মরণে এবং সাম্প্রতিক সময়ে সারাদেশে ছাত্রদের চলমান কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে হতাহতদের স্মরণে ৫ই আগস্ট পাংশায় আওয়ামী লীগ আয়োজিত শোক মিছিলে অংশ নিয়ে কর্মসূচি সফল করার আহবান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ বলেন, সাধারণ ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে মেনে নিয়েছেন। এরপরও আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, সাধারণ ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে যারা দেশে ধ্বংসযজ্ঞ এবং হতাহতের ঘটনা ঘটিয়েছে তাদের পরিণতি ভালো হবে না। সকল ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে, রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জানমালের নিরাপত্তা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুরক্ষায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার গুরুত্বরোপ করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুন্ডু, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক নজরুল ইসলাম খান, পাংশা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টার, পাংশা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদার(অতুর), সরিষা ইউপি আওয়ামী লীগের সভাপতি ও সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন বিশ্বাস ও পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফ প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।