ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের খবরে গতকাল ৫ই আগস্ট বিকালে শান্তিপূর্ণ আনন্দ মিছিল করেছে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকরা এবং ছাত্র-জনতা।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির শুকরানা মিছিল বের করে।
গতকাল সোমবার বিকাল আড়াইটার পর থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সময়ে জাতীয় পতাকা হাতে নিয়ে পাংশা শহরে খন্ড খন্ড মিছিল করে তারা। মিছিল শেষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকরা পাংশা শহরের কালি বাড়ি মন্দির তিন রাস্তা মোড়ে জমায়েত হয়। সেখানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দিক-নির্দেশনা প্রদান করে বক্তব্য রাখেন।
জমায়েত অনুষ্ঠানে বিএনপি নেতা হাবিবুর রহমান রাজা, চাঁদ আলী খান, লিয়াকত আলী খান, শামসুল আলম আকুল, শওকত আলী সরদার, বাহারাম হোসেন সরদার, শরিফুল ইসলাম মিষ্টি, যুবদল নেতা আরিফুল ইসলাম ও জিয়াউর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ পরস্পর নিজেদের মধ্যে এবং বাজারের লোকজনের মাঝে মিষ্টি বিতরণ করে।
এছাড়া পাংশা শহরের কেন্দ্রীয় জামে মসজিদে জামায়াত ও শিবির নেতৃবৃন্দ স্থানীয় মুসল্লিদের নিয়ে শুকরানা নামাজ ও আসরের নামাজ শেষে শুকরানা মিছিলটি বের করেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাংশা আজিজ সরদার বাস স্ট্যান্ডে গিয়ে শুকরানা মিছিলের কর্মসূচি শেষ হয়।
শুকরানা মিছিলের অগ্রভাগে পাংশা উপজেলা জামায়াতের আমীর সুলতান আহমদ, রাজবাড়ী জেলা জামায়াতের মজলিসের সুরা সদস্য মোঃ হারুন-অর রশিদ ও জামায়াত নেতা খন্দকার আব্দুল হালিম প্রমুখ নেতৃত্ব দেন।
এদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও পাংশা শহরে জাতীয় পতাকা হাতে নিয়ে শান্তিপূর্ণ আনন্দ মিছিল বের করে।