বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ই আগস্ট দুপুরে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগের পরপরই সারাদেশের ন্যায় রাজবাড়ীতেও রাজপথে নেমে পড়ে বিক্ষুব্ধ জনতা।
এ সময় মোটর সাইকেল যোগে বিক্ষুব্ধ জনতা রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর মালিকানাধীন শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় অবস্থিত ‘রাজবাড়ী ফিলিং স্টেশন’ এবং মুরগীর ফার্ম এলাকায় অবস্থিত ‘কাজী ফিলিং স্টেশন’ নামক দুইটি তেলের পাম্পে ভাংচুর চালিয়ে ক্ষতিসাধন করাসহ মোটর সাইকেল তেল ভর্তি করে নিয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, রাজবাড়ীর মুরগীর ফার্ম এলাকার কাজী ফিলিং স্টেশন বন্ধ। সেখানে বিক্ষুব্ধ জনতা দুইটি ডিজেল পাম্পের মেশিনে ভাংচুর করে। এছাড়াও পাম্পের অফিস রুমে ঢুকে তারা ভাংচুর চালায়। এতে পাম্পটিতে তেল দেওয়া তারা বন্ধ রেখেছে।
অপরদিকে শ্রীপুর বাস টার্মিনাল এলাকার রাজবাড়ী ফিলিং স্টেশনে বিক্ষুব্ধ জনতা পাম্পের অফিস রুমের জানালার থাই গ্লাস ভাংচুর করে।